ভূমি আপীল বোর্ড দেশের ভূমি ও ভূমি রাজস্ব সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আদালত। এর কাজ কোয়াসি জুডিশিয়াল প্রকৃতির। ভূমি ও ভূমি রাজস্ব মামলার আপীল/রিভিশন দ্রুত নিস্পত্তির লক্ষ্যে ১৯৮৯ সনের ২৪নং আইনের মাধ্যমে ভূমি আপীল বোর্ড সৃষ্টি হয়।
গঠনঃ
ভূমি আপীল বোর্ড আইন, ১৯৮৯ এর ৪ ধারা অনুযায়ী ১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্যের সমন্বয়ে ভূমি আপীল বোর্ড গঠিত হয়।