এ কে এম শামিমুল হক ছিদ্দিকী (৫৯৮৩) গত ৩১.১২.২০২২ খ্রি: তারিখে সচিব পদে পদোন্নতি পেয়ে ০১.০১.২০২৩ খ্রি: তারিখে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে যোগদান করেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ১৩ম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী কমিশনার খুলনা ও কুষ্টিয়া কালেক্টরেট এবং সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কুষ্টিয়া কলেক্টরেটে দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এবং মেহেরপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। চাকরি জীবনে তিনি খুলনা জেলার কয়রা উপজেলায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায় এবং উপপরিচালক হিসেবে বিপিএটিসি, সাভার-এ কাজ করেন। মাঠপর্যায়ে এ কে এম শামিমুল হক ছিদ্দিকী পিরোজপুর ও পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ প্রায় পৌনে ৪ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মংলা বন্দর ও সমাজ সেবা অধিদপ্তর, খুলনা এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ কে এম শামিমুল হক ছিদ্দিকী যশোর জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে মাধ্যমিক এবং ১৯৮৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি বিএসসি-এজি (সম্মান) এবং এমএসসি-এজি (এগ্রোনমি) ডিগ্রি অর্জন করেন। এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিনি এক পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
---------:-----------