সংশ্লিষ্ট আবেদনকারীকে কোন চাহিত নকলের জন্য আবেদনপত্রের সাথে ২০/- (বিশ) টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হয়। প্রথম ফলিও পাতার জন্য ৪ টাকার ও পরবর্তী প্রতি ফলিওতে ২ টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হয়।
ভূমি আপীল বোর্ড হতে চাহিত যে কোন নকল যথা শীঘ্র সরবরাহ করা হয়। সাধারণত যে কোন নকল ৪৮ ঘন্টার মধ্যেই সরবরাহ করা হয়ে থাকে। ভূমি আপীল বোর্ড হতে জরুরী ভিত্তিতে চাহিত নকলের জন্য কোন অতিরিক্ত ফি আদায় করা হয় না। জরুরী ভিত্তিতে চাহিত নকল সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই সরবরাহ করা হয়ে থাকে।