Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৪

ভূমি আপীল বোর্ডের স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ নীতিমালা

ভূমি আপীল বোর্ডের স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ নীতিমালা
(Proactive information disclosure policy of Land Appeal Board)

১.    উপক্রমণিকা:
ভূমি আপীল বোর্ড দেশের ভূমি ও ভূমি রাজস্ব সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আদালত। তবে ভূমি আপীল বোর্ড মূলতঃ বিভাগীয় পর্যায়ের ভূমি রাজস্ব সংক্রান্ত সকল বিধিবদ্ধ/আপিল/রিভিশন/বিবিধ ও অর্পিত সম্পত্তি সম্পর্কিত আবেদন গ্রহণ এবং নিস্পত্তি করে থাকে। বর্তমানে বোর্ডে ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কিত চলমান মামলার সংখ্যা প্রায় নয় শতাধিক। ভূমি বিষয়ক সমুদয় আইনের অধীনে ভূমি আপীল বোর্ড নি¤œবর্ণিত বিষয়ে আপীল/রিভিশন মামলা নিস্পত্তি করেঃ    

ক)    ভূমি সংক্রান্ত মামলা (রাজস্ব সম্পর্কিত);
খ)    নামজারী ও জলমহাল সংক্রান্ত মামলা;
গ)    সায়রাত ও জলমহাল সংক্রান্ত মামলা;
ঘ)    ভূমি রেকর্ড সম্পর্কিত মামলা;
ঙ)    ভূমি উন্নয়ন কর সার্টিফিকেট মামলা;
চ)    খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত মামলা;
ছ)    পি.ডি. আর. এ্যাক্টের আওতায় দায়েরকৃত রিভিশন বা আপীল মামলা;
জ)    অর্পিত, পরিত্যক্ত ও বিনিময় সম্পত্তি বিষয়ক মামলা;
ঝ)    ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত মামলা (উক্ত সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিষয় ব্যতিত)

 

২.    ভূমি আপীল বোর্ডের প্রদেয় তথ্যসেবা:
দেশের সর্বোচ্চ রাজস্ব আদালত হিসেবে ভূমি আপীল বোর্ড মূলত: বিচার প্রার্থী জনগণকে মামলা সংক্রান্ত তথ্যসেবা প্রদান করে থাকে। মামলার বিচার প্রাথী জনগণ চলমান মামলাসমূহের প্রাথমিক তথ্য, আদেশ/সর্বশেষ আদেশ, রায় সংগ্রহের প্রয়োজনে ভূমি আপীল বোর্ডের তথ্যসেবা গ্রহণ করে থাকে। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনগন অনেক পুরোনো মামলা আদেশ/রায় ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য বোর্ডে আসেন। ভূমি আপীল বোর্ডের রেকর্ড রুমে ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ভূমি রাজস্ব বিষয়ক আনুমানিক বিশ হাজার নিস্পত্তিকৃত মামলার নথি সংরক্ষিত আছে। এই মামলাগুলোর আদেশ/রায় অনেক সময় গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত/ব্যবহৃত হয়।

 

৩.    ভূমি আপীল বোর্ডের স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের তালিকা:
ভূমি আপীল বোর্ড স্ব-প্রণোদিতভাবে ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের যে সকল তথ্যসেবা প্রদান করবে তার তালিকা নি¤œরূপ:

ক্স    ভূমি আপীল বোর্ডে মামলার আপীল দায়েরের প্রয়োজনীয় প্রক্রিয়াগত তথ্য সম্পর্কে বিচার প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা অবহিতকরণ
ক্স    ভূমি আপীল বোর্ড ভূমি ও রাজস্ব সম্পর্কিত সকল আইন, পরিপত্র, বিধি আদেশ ইত্যাদি জনগনকে অবহিত করা;
ক্স    নিষ্পত্তিকৃত মামলার রায়, চলমান মামলার নানাবিধ পর্যায়ে আদালতের আদেশ জনগণের নিকট সহজলভ্য করা;
ক্স    ভূমি আপীল বোর্ড হতে সাধারণত: যে সকল তথ্য বিনামূল্যে সরবরাহ করা হয়, তা হলো:
        ক) ভূমি আপীল বোর্ডের আইন/বিধি
        খ)  বোর্ড কর্তৃক জারীকৃত পরিপত্র/নির্দেশনা
        গ) বিভিন্ন দরপত্র/টেন্ডার নোটিশ/আগ্রহপত্র ব্যক্তকরণের আবেদন

 

৪.    ভূমি আপীল বোর্ডের ওয়েবসাইটে স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের ভাষা:
    ভূমি আপীল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যাবলী অবশ্যই ইউনিকোড স্ট্যান্ডার্ড ব্যবহার করে বাংলায় প্রকাশ করতে হবে।

 

৫.    স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচারের বিষয়ে নিয়মিত আলোচনা:
স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচারের বিষয়ে ভূমি আপীল বোর্ডের  মাসিক সমন্বয় সভায় আলোচ্যসূচীতে অর্ন্তভূক্ত করে নিয়মিতভাবে আলোচনা করা  হবে।


৬.    নাগরিক সেবা সম্পর্কিত সভা আয়োজন এবং তথ্য প্রকাশ:
ভূমি আপীল বোর্ড কর্তৃপক্ষ বছরে একবার তথ্য সেবা সম্পর্কিত নাগরিক সভা করবে এবং সভা সম্পর্কিত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে।