Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৪

কর্মসূচির যৌক্তিকতা

বর্তমানে ভূমি আপীল বোর্ডে মামলার সমস্ত কার্যক্রম সনাতনী পদ্ধতিতে/ম্যানুয়ালী পরিচালিত হচ্ছে। ফলে বিচার প্রাথী জনগণের মামলার কারণে প্রায়শঃ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বোর্ডে আসতে হয়। এই প্রয়োজনের তাগিদে বিচার প্রার্থীদের সময়ক্ষেপন, অর্থ ব্যয় এবং হয়রানিসহ নানা ধরণের ঝামেলা এবং জটিলতার মুখোমুখি হতে হয়। এই অবস্থায় ভূমি আপীল বোর্ডের পুরোনো এবং চলমান মামলাগুলোর প্রকৃত অবস্থা  জনসাধারনের নিকট সহজতর উপায়ে অবগত করানোর জন্য মামলার প্রাথমিক তথ্য/প্রয়োজনীয় কাগজপত্র এবং আদেশ/রায় ইত্যাদি তথ্য অনলাইনে/ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে সেবা প্রদান সম্ভব হলে সমগ্র বাংলাদেশের বিচারপ্রার্থী জনগণ ঢাকা না এসে নিকটবর্তী সুবিধাজনক আউটলেট/ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে মামলার হাল নাগাদ তথ্য জানতে পারবে। বর্ণিত প্রেক্ষাপটে, ভূমি আপীল বোর্ড “Development of Web based Land Appeal Case Management Application System and Digital Library for Land Appeal Board” নামক একটি কর্মসূচি গ্রহণ করেছে। প্রস্তাবিত কার্যক্রম বাস্তবায়ন করা গেলে বোর্ডের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের যেকোন স্থান থেকে যেকোন সময় মামলার সর্বশেষ অবস্থান/গতি প্রকৃতি সম্পর্কে বিচার প্রার্থী জনগন সরাসরি অবহিত হতে পারবেন। একই সাথে বিচারপ্রার্থীর সময় ও অর্থ অপচয় লাঘব হবে। এই কর্মসূচী বাস্তবায়ন করা গেলে বোর্ডের মামলা নিস্পত্তিতে গতিশীলতা, দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এছাড়া, বোর্ডের রেকর্ডরুমে সংরক্ষিত অতি পুরাতন ও মুল্যবান নথিপত্রসমূহ ক্রমশ জীর্ণশীর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত/বিলুপ্ত হচ্ছে। পরবর্তী প্রজন্মের নিকট মূল্যবান তথ্যপ্রবাহ অব্যাহত রাখার স্বার্থে পুরাতন নথিপত্রসমূহের একটি ইলেক্ট্রনিক তথ্যভান্ডার তৈরী করা আবশ্যক।