ভূমি আপীল বোর্ড হতে চাহিত যে কোন নকল যথা শীঘ্র সরবরাহ করা হয়। সাধারণত যে কোন নকল ৪৮ ঘন্টার মধ্যেই সরবরাহ করা হয়ে থাকে। ভূমি আপীল বোর্ড হতে জরুরী ভিত্তিতে চাহিত নকলের জন্য কোন অতিরিক্ত ফি আদায় করা হয় না। জরুরী ভিত্তিতে চাহিত নকল সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই সরবরাহ করা হয়ে থাকে।