Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০১৪

ভূমি আপীল বোর্ডের মামলা পরিচালনা পদ্ধতি

মামলার শুনানী কার্যক্রমে বাস্তব সম্মতভাবে দেওয়ানী কার্যবিধি অনুসরণ পূর্বক মামলা নিস্পত্তি ।

বাদী/বিবাদীর উপস্থিতি নিশ্চিত করার জন্য নোটিশ জারী ।

নিম্ন আদালতের নথিপত্র আনায়নক্রমে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী গ্রহণ ।

শুনানীকালে বিজ্ঞ কৌশলীগণের অংশগ্রহণ এবং মতামত প্রদান ।

দলিলপত্র পরীক্ষা করা এবং আদেশ প্রদান।

মামলার আদেশ দানের পর বাদী/বিবাদী কর্তৃক ফুলবোর্ডে রিভিউ আবেদন করার সুযোগ প্রদান।

ভূমি আপীল বোর্ডের কার্যপদ্ধতিঃ

নিম্নআদালত তথা বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর আদালতে নিস্পত্তিকৃত মামলার আপীল ও রিভিশন শুনানী ও নিস্পত্তি।

চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক পৃথক ও এককভাবে পক্ষগণকে শুনানীক্রমে আপীল/রিভিশন এবং পুনর্বিবেচনার আবেদননের উপর মামলা নিস্পত্তি।

বিভাগভিত্তিক অধিক্ষেত্র নির্ধারণপূর্বক চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান।

বোর্ডের আদেশের পুনর্বিবেচনা, আইনগত জটিলতা, আইনের ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দিলে চেয়ারম্যান কর্তৃক বিষয়টি ফুল বোর্ডে উপস্থাপনের আদেশ প্রদান।

চেয়ারম্যান ও ২ জন সদস্য সমন্বয়ে গঠিত ফুলবোর্ডে শুনানী গ্রহণ ও প্রয়োজনীয় আদেশ প্রদান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সংক্রান্ত আদালতের কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন।

ভূমি আপীল বোর্ডের মাসিক সমন্বয় সভায় নিম্ন আদালতের নিস্পত্তিকৃত বিবরণী পর্যালোচনা, মূল্যায়ন ও পরামর্শ প্রদান।